shona diya bandhayachi ghor | Rishi Panda Lyrics
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন
কি মিথ্যা হইতে পারে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
0 Comments